Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফিলিস্তিনের ফুটবলারকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২২, ০৫:১০ পিএম


ফিলিস্তিনের ফুটবলারকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

এবার ইসরাইল-ফিলিস্তিন অশান্তির বলি হলেন ইসরায়েলি ফুটবলার। নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। অধিকৃত পশ্চিম তীরে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর  জানায়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে অধিকৃত পশ্চিম তীরে অভিযানকালে তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরাইলি বাহিনী। এসময় ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাঘমেহ গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত দারাঘমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। তিনি আহমাদ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। এই মৌসুমে নিজ দলের হয়ে ৬ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

ফুটবল বিষয়ক জনপ্রিয় আরব ওয়েবসাইট ‍‍`কুরা‍‍`র দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ এ মৌসুমে নিজ দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি ৬টি গোল করেছেন চলতি মৌসুমে।

টিএইচ

Link copied!