Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ০১:১২ পিএম


রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ২০

রাশিয়ায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সবশেষ তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে।

ইমারজেন্সি সার্ভিস এর আগে জানিয়েছিল, আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং নার্সিং হোমটি অবৈধ ছিল। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে ইতোমধ্যেই মামলা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে জানানো হয়, আগুন নেভাতে ঘটনাস্থলে উদ্ধারকারীরা তীব্র শীতে কাজ চালিয়ে যাচ্ছেন।

আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই অঞ্চলের সমস্ত নার্সিংহোম পরিদর্শন করা হবে।

টেলিগ্রামে তিনি বলেন, ‍‍`আমরা এই ধরনের সব স্থাপনা পরিদর্শন করব, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।‍‍`

টিএইচ

Link copied!