Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতের বিহারে ইটভাটায় বিস্ফোরণ, মালিকসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ০৪:১৪ পিএম


ভারতের বিহারে ইটভাটায় বিস্ফোরণ, মালিকসহ নিহত ৭

ভারতের বিহার রাজ্যে মোতিহারির রামগড়ওয়া এলাকার একটি ইটের ভাটায় ভয়াবহ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইট ভাটার মালিকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন এবং নিখোঁজ রয়েছেন ২০ জন। আহতদের কাছের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ফায়ার ইউনিট কাজ করছিল।

শনিবার (২৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নীতীশ কুমার জানান, ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে সহ্য করার শক্তি দেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দেন তিনি।

বিহার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার। উদ্ধার অভিযান এখনো চলছে। ঘটনার পরপরই দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছায়।

রাতভর নিখোঁজদের খোঁজে তল্লাশি চলেছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। নিহতদের অধিকাংশই শ্রমিক শ্রেণির।

টিএইচ
 

Link copied!