Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে প্রস্তুত চীন’

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৪৬ পিএম


‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে প্রস্তুত চীন’

ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে রোববার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চীন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, লাদাখের প্রত্যন্ত গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের আড়াই বছর পর আজও দুটি দেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে। এরই মাঝে গত ৯ ডিসেম্বর অরুণাচলের তাওয়াঙে দুই দেশের সেনারা সংঘাতে জড়ান। এই আবহে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

টিএইচ

Link copied!