Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ফিলিপাইনে ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৩

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৭, ২০২২, ১২:৪৯ পিএম


ফিলিপাইনে ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে এবং নিখোঁজ রয়েছেন ২৩ জন। বন্যা কিছুটা কমায় নিখোঁজ ২৩ জনের অনুসন্ধান চলছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

ফিলিপাইনের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ২ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বড়দিনের উদযাপন ব্যাহত হয়। এ সময় ৪৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কোমর সমান পানিতে নেমে বন্যাকবলিতদের উদ্ধার করছেন। সড়কগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিটো হেরাই ডিজেডবিবি রেডিও স্টেশনকে বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

এবি

Link copied!