Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিডনিতে আতশবাজির মধ্য দিয়ে ‘নিউ ইয়ার’ বরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ০৮:৩৬ পিএম


সিডনিতে আতশবাজির মধ্য দিয়ে ‘নিউ ইয়ার’ বরণ

 জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সিডনিবাসী।

‘সিটি অব কালারস’ খ্যাত এ শহরে কোটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিডনি অপেরা হাউস। নতুন বছরকে বরণ করতে এই অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ইতোমধ্যে প্রায় সাত হাজার আতশবাজি ফোটানো হয়েছে।

অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল শহরটিতে স্থানীয় সময় ১ জানুয়ারি রাত ১২টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর রাত ৭টা) হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে একের পর এক আতশবাজির ঝলকানি দেখা গেছে। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

টিএইচ

Link copied!