Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৪, ২০২৩, ০৭:৪৪ পিএম


বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

চীনে ক্রমন্বয়ে কোভিড-১৯ আক্রান্তের হার বাড়ছে। এর মধ্যে বিশ্ব অর্থনীতিতে বিরাজ করছে অস্থিরতা। একদিকে কোভিড, অন্যদিকে অস্থির বিশ্ব অর্থনীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে পড়ে গেছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বের অর্থনীতিতে চলমান অস্থিরতার পাশাপাশি চীনে করোনায় আক্রান্তের হার বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চাহিদা কমে যেতে পারে- এমন উদ্বেগ বিরাজ করছে। যার প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের ওপর।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৮৮ বা দুই দশমিক তিন শতাংশ কমে ৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৬৮ অথবা দুই দশমিক দুই শতাংশ কমে ৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম চার শতাংশের বেশি কমে যায়, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতন।

পিভিএম তেল বিশ্লেষক স্টিফেন ব্রেনক বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা সম্পর্কে উদ্বেগগুলেঅ ব্যবসায়ীদের মনের সামনে ও কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা অদূর ভবিষ্যতেও থাকবে।

এদিকে চীনা সরকার ২০২৩ সালের প্রথম ব্যাচে পরিশোধিত তেল পণ্যের রপ্তানি কোটাও বাড়িয়েছে, যা দুর্বল অভ্যন্তরীণ চাহিদার ইঙ্গিত দেয়।

তাছাড়া শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ফেব্রুয়ারিতে এশিয়ায় তার ফ্ল্যাগশিপ আরব লাইট অপরিশোধিত গ্রেডের দাম আরও কমাতে পারে। এর আগে চলতি মাসের জন্য তারা মূল্য ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করে।

নতুন বছরে বিশ্ব অর্থনীতির বেশিরভাগ অংশই কঠিন সময়ের মধ্যদিয়ে যাবে, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। 

টিএইচ
 

Link copied!