Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতের মধ্যপ্রদেশে দুর্ঘটনা

মন্দিরের চূড়ায় প্রশিক্ষণ বিমানের ধাক্কা, চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ০২:৪৮ পিএম


মন্দিরের চূড়ায় প্রশিক্ষণ বিমানের ধাক্কা, চালক নিহত

ভারতের মধ্যপ্রদেশের রীওয়া জেলার চোরহাটায় মন্দিরে ধাক্কা লেগে ভেঙে পড়ছে প্রশিক্ষণরত একটি বিমান। এতে ঘটনাস্থলেই বিমান চালকের মৃত্যু হয়েছে।  দুর্ঘটনায় আহত হয়েছেন বিমানে থাকা আরও এক যাত্রী। শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে প্রশিক্ষণের সময়ে এ দুর্ঘটনা ঘটে। 
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ধাক্কা লাগার পর বিমানে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের একাংশ । 
রীওয়া পুলিশ জানায় , শুক্রবার ভোরে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন চালক। সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চালকের সহযাত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

এআরএস

Link copied!