Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দিল্লি, ৪০ ফ্লাইট বিলম্বিত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ১২:৩৫ পিএম


হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দিল্লি, ৪০ ফ্লাইট বিলম্বিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাড়কাঁপানো শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি-রাজস্থানসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য। শনিবার (৭ জানুয়ারি) দিল্লির সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দেশটিতে অন্তত ৪০টি উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বিলম্বিত হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এনএনআই এক প্রতিবেদনে জানিয়েছে , খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ৩৪টি অভ্যন্তরীণ ফ্লাইটের প্রস্থান বিলম্বিত হয়েছে। অন্যদিকে ১২টিরও বেশি ফ্লাইট বিভিন্ন গন্তব্য থেকে বিলম্বে অবতরণ করেছে।

এএনআই আরও বলেছে, দিল্লির রিজেতে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রাজস্থানের চুরুতে শূন্য ডিগ্রি সেলসিয়াস ও মধ্যপ্রদেশের নওগাঁয় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ক্রমশ কমছে। গত ৫ জানুয়ারিতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থান, উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে এসেছিল।

এর আগে গত ৩ জানুয়ারি এসব রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ৪ জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর গতকাল শুক্রবার তাপমাত্রার আরও অবনতি হয়ে ২ দশমিক ২ ডিগ্রিতে নামে।

এদিকে দিল্লির আবহাওয়া অধিদপ্তর কুয়াশাজনিত দুর্ঘটনা এড়াতে দিল্লি ও এর আশপাশের এলাকায় গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল।

এআরএস

Link copied!