Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ১২:৫৫ পিএম


মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচিত হলেন ম্যাকার্থি

অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। দেশটির স্থানীয় সময় শুক্রবার ১৫ তম বারের ভোটাভুটিতে স্পিকার পদে তিনি জয় লাভ করেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাট গেটজের মতো প্রধান রিপাবলিকান বিদ্রোহীরা তাঁর বিরুদ্ধে ভোট না দেওয়ায় জয়ের মুখ দেখেন ম্যাকার্থি।

এর আগে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছিলেন না কেভিন ম্যাকার্থি। দফায় দফায় গড়িয়েছে স্পিকার নির্বাচন। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।

অবশেষে ১৫ তম বারের ভোটাভুটিতে স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। বিবিসি জানিয়েছে, ৪২৮ ভোটের মধ্যে ম্যাকার্থি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।

ভোট গণনা শেষে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের ক্লার্ক শেরিল জনসন বলেছেন, ‘কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।’ এ সময় সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেন।

এর আগে ১৮৬০ সালে স্পিকার নির্বাচনে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল। 

এআরএস

Link copied!