Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আবারও তাইওয়ানকে ঘিরে মহড়া চালাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ১১:১৭ এএম


আবারও তাইওয়ানকে ঘিরে মহড়া চালাল চীন

স্বশাসিত তাইওয়ানের আশপাশে আবারও মহড়া চালিয়ে চীন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চীনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মহড়ায় তারা পদাতিক এবং সামুদ্রিক হামলার বিষয়ে ফোকাস করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এক মাসেরও কম সময়ে দ্বিতীয়বার তাইওয়ানের আশপাশে মহড়া চালাল চীন। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ‘ভূখণ্ড’ বলে গণ্য করে চীন। জোরপূর্বক হলেও অঞ্চলটি দখলে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে শি জিনপিং প্রশাসন।

রবিবার চীনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তাদের পূর্ব থিয়েটার কমান্ড তাইওয়ানের আকাশ এবং সামুদ্রিক সীমান ঘিরে যৌথ এবং বাস্তব যুদ্ধের অনুশীলন করেছেন। মহড়ার লক্ষ্য ছিল, যৌথ কম্ব্যাট সক্ষমতা পরীক্ষা করা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী স্বাধীনতা বাহিনী ও বহির্শক্তির উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলা করা।

এবি

Link copied!