Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

ইউক্রেনে বড় ক্ষেপনাস্ত্র হামলার সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৬:১১ পিএম


ইউক্রেনে বড় ক্ষেপনাস্ত্র হামলার সর্তকতা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়ান বাহিনী। আজ শনিবার ইউক্রেনের কেন্দ্রীয় চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস ইউক্রেনীয়দের এমন সতর্ক বার্তা দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলার সাইরেন বাজানোর সময় চেরকাসি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।


অপরদিকে, দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জানান, ১৭টি রাশিয়ান টুপোলেভ বোমারু বিমান তাদের বিমান ঘাঁটি ছেড়েছে। কিয়েভ এবং খারকিভে বিমান হামলায় গুরুতর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই তিনি এই বিবৃতি দিলেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশদুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাতের পরিমাণ আরও বেড়েছে।

এআরএস

Link copied!