Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেপালে রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৩, ০৬:২৭ পিএম


নেপালে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালের পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রোববার (১৪ জানুয়ারি) সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে যাত্রীবাহী ওই বিমানটি ভেঙে পড়ে।

বিমান দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। 

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

বিমানটিতে থাকা ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এআরএস

Link copied!