Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আফগানিস্তান: সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:৩৪ এএম


আফগানিস্তান: সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

আফগানিস্তান জুড়ে তালেবানদের দ্বারা নারী অধিকার কেড়ে নেওয়ার সময় তরুণ প্রাক্তন নারী রাজনীতিবিদ, সাবেক আইনপ্রণেতাকে হত্যা করা হয়। পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তি বা উদ্দেশ্যের নাম বলতে পারেনি। এসময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয়।

নিহতের নাম মুরসাল নবীজাদা। আফগানিস্তানের রাজধানী কাবুলে ওই নারী আইনপ্রণেতার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মুরসাল নবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে পার্লামেন্টের সদস্য ছিলেন।

এ সময় তার ভাইসহ একজন দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। কোনো হামলাকারীর বিস্তারিত জানায়নি পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, ‘নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।’

স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রোববার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে।

খালিদ অবশ্য এই ঘটনার পেছনে সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দেননি।

সাবেক সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিল টুইটারে বলেছেন, নবীজাদা ছিলেন ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’। তিনি লিখেছেন, ‘একজন সত্যিকারের পথনির্দেশক - শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও নিজে যা বিশ্বাস করেছিলেন তার পক্ষেই দাঁড়িয়েছিলেন।’

সোলাইমানখিল আরও বলেছেন, ‘আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও, তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

টিএইচ

Link copied!