জানুয়ারি ২১, ২০২৩, ০৩:৫৬ পিএম
আফগানিস্তান ফেরত সাবেক সেনা সদস্যের গুলিতে ইউরোপের দেশ জর্জিয়ায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (২০ জানুয়ারি) জর্জিয়ার সাগরেহো শহরের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
রেডিও ফ্রি ইউরোপের এক প্রতিবেদনে বলা হয়, সাগরেহো শহরের একটি আবাসিক এলাকা গুলির শব্দে কেঁপে ওঠে। সাবেক এক সেনা সদস্য আবাসিক ভবনের বারান্দা থেকে গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে নিরপাত্তা বাহিনীর সদস্যদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন সেনা সদস্য। গুলিতে নিরাপত্তা বহিনীর এক সদস্য আহত হন।
পরবর্তীতে ঘটনাস্থলের পুরো অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পালাতে না পেরে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন ওই সেনা।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। দেশটির গণমাধ্যম জানিয়েছে সাবেক ওই সেনা কর্মকর্তা আফগানিস্তানে কর্মরত ছিলেন।
এআরএস