Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০২:১৮ পিএম


কুয়েতের মন্ত্রিসভা সদস্যদের পদত্যাগ

কুয়েতের মন্ত্রিসভা সোমবার (২৪ জানুয়ারি) পদত্যাগ করেছে। বিরোধী নেতৃত্বাধীন পার্লামেন্টের সঙ্গে বিরোধের জের ধরে তারা পদত্যাগ করলেন। খবর সিনহুয়ার।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা পরিবেশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র কাছে মন্ত্রি সভার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিস্তারিত কোনো ব্যাখা না দিয়ে মন্ত্রিসভার বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুনা জানায়, কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তারা পদত্যাগ করেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) পার্লামেন্ট অধিবেশন ডাকার কথা ছিল।

অক্টোবরে শপথ গ্রহণকারী বিদায়ী মন্ত্রিসভা ছিল কুয়েতে বিগত তিন বছরের মধ্যে ষষ্ঠ মন্ত্রিসভা। গত সেপ্টেম্বরে দেশটিতে বিরোধী নেতৃত্বাধীন একটি পার্লামেন্ট গঠন করা হয়। এক দশকের মধ্যে কুয়েতে এটি ছিল ষষ্ঠ নির্বাচন। - বাসস

টিএইচ

Link copied!