Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৮ অভিবাসীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:১৪ পিএম


লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৮ অভিবাসীর প্রাণহানি

লিবিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকায ডুবিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) এ ঘটনায় আরও ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ৫৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।

ইউএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ১৫০ অভিবাসী ছিলেন। নিহতরা সবাই আফ্রিকান নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানিয়েছে, ত্রিপোলি থেকে ৪০ কিলোমিটার দূরে কাস্তেভার্ডে এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

জীবিত উদ্ধার হওয়া অভিবাসীরা জানিয়েছেন, তারা ইতালির দিকে যাচ্ছিলেন। ছোট নৌকায় দেড় শতাধিক লোক ছিল। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এ সময় পাচারকারীরা তাদের বিপদে ফেলে পালিয়ে যায়।

এআরএস

Link copied!