Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইরান জুড়ে লাখো মুসলমানের প্রতিবাদ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৯:২০ পিএম


ইরান জুড়ে লাখো মুসলমানের প্রতিবাদ বিক্ষোভ

ইউরোপের বুকে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে লাখ লাখ মুসলমানের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিরা ইরানের বিভিন্ন শহরে মিছিল বের করেন এবং তারা এ সময় পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদ জানিয়ে গগণবিদারী স্লোগান দেন।

বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন অবমাননার মতো অন্যায়কে বৈধতা দেয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা ইউরোপের সরকারগুলোর কঠোর নিন্দা জানান। তারা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর সঙ্গে বাক স্বাধীনতার কোনো সম্পর্ক নেই অথচ ইউরোপের সরকারগুলো তাই বলছে। অন্যদিকে তারা কখনো হলোকস্ট সম্পর্কে কোনো প্রশ্ন করতে দেয় না।

বিক্ষোভকারীরা বলেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘৃণ্য তৎপরতা মারাত্মক রকমের উনকানি ও প্ররোচণা এবং বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপরে আঘাত। ইসলামের প্রতি এ ধরনের শত্রুতা অবসানের জন্য ইউরোপের সরকার গুলোর প্রতি বিক্ষোভকারীরা আহ্বান জানান।

গত সোমবার হল্যান্ডের হেগ শহরে একজন উগ্রপন্থী রাজনীতিবিদ পবিত্র কুরানের একটি কপি ছিড়ে টুকরো টুকরো করে। তার আগে সুইডেনের একজন উগ্র ডানপন্থী রাজনীতিবিদ দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআনে আগুন দেয়। এই কাজে ওই উগ্র ডানপন্থী নেতা সূইডেন সরকারের অনুমতি নিয়েছিল। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!