Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানে ৩৯ বাসযাত্রীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১২:০৮ পিএম


পাকিস্তানে ৩৯ বাসযাত্রীর প্রাণহানি

বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাটি পাকিস্তানের বেলুচিস্তানের। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে এই বাস দুর্ঘটনা ঘটে।  খবর ডনের।

পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, নিহতদের হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।  

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাতে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

আরএস

Link copied!