Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেক্সিকোর নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ৮ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩০, ২০২৩, ০৯:৫৭ এএম


মেক্সিকোর নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ৮ জনের মৃত্যু

মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) মেক্সিকোর পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে ছয়জন এবং চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মেক্সিকোর ওই প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। সূত্র: এনডিটিভি

এবি

Link copied!