Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অলিম্পিকে রাশিয়াকে অনুমতি দেওয়া যাবে না: ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:৪০ পিএম


অলিম্পিকে রাশিয়াকে অনুমতি দেওয়া যাবে না: ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্যারিস ২০২৪ অলিম্পিকে রাশিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া সন্ত্রাসী কার্যক্রমকে একরকম গ্রহণযোগ্যতা দেখানোর সমান। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বিষয়টি উত্থাপন করেছি।

যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলেছে, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা অলিম্পিকে নিরপেক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেলে ইউক্রেন প্যারিস ২০২৪ অলিম্পিক বয়কট করার হুমকি দিয়েছে।

রাশিয়াকে অবশ্যই গেমস বা অন্য কোনো ক্রীড়া ইভেন্টকে তার আগ্রাসন বা রাষ্ট্রীয় উচ্ছৃঙ্খলতার জন্য প্রচারণা হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়- ইউক্রেন প্রেসিডেন্ট যোগ করেছেন।

অলিম্পিকের একটি বড় ভুল উল্লেখ করে তিনি বলেন, ‘অলিম্পিকের সন্ত্রাসী রাষ্ট্রগুলোর পথ অতিক্রম করা উচিত নয়। ’

যখন রাশিয়ান বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চলে রাত পর্যন্ত বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, একদিনের আক্রমণে অন্তত তিনজন নিহত হয়েছে- তখনই জেলেনস্কি এসব মন্তব্য করেন।

এবি

Link copied!