Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ২৮

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩০, ২০২৩, ০৪:৪৬ পিএম


পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ২৮

পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড়শ জন ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এসময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের অনেকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদের ভেতরে এখনও পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা কাজ করছেন। সূত্র: দ্য ডন

এবি

Link copied!