Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইউরোপে কোরআন অবমাননা বন্ধের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৬:৪৩ পিএম


ইউরোপে কোরআন অবমাননা বন্ধের আহ্বান রাশিয়ার
ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো

ইউরোপে পবিত্র কুরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়া ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো।

সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডের উগ্রপন্থীরা পবিত্র কোরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানান। খবর পার্সটুডে।

রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ইউরোপের সংসদগুলোকে এ বিষয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোরআন পোড়ানোর পদক্ষেপের নিন্দা জানান এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

ডেনমার্কে রুশ দূতাবাসের কাছে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্ম অবমাননা অপরাধ। বিবেকের অধিকারী প্রতিটি সরকারের উচিত কুরআন অবমাননার নিন্দা জানিয়ে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়া। এ ধরণের উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িত দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে এনে এর প্রতিবাদ জানানো উচিত বলে জানান তিনি।

সম্প্রতি ইউরোপের তিনটি দেশে কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিবাদ জানিয়েছে। ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন।

এআরএস

Link copied!