Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুই মাসে ৩৬ নিহত

নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৪:৪৬ পিএম


নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইসরায়েল

ওয়াফার তথ্য অনুযায়ী, কালালওয়েহের মৃত্যুতে এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে আট শিশু ও বয়স্ক এক নারীসহ ৩৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ সময়ে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এক শিশুসহ  ইসরায়েলি ছয় বেসামরিক এবং ইউক্রেনের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আব্দুল্লাহ সামি কালালেহ (২৬)।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই যুবক নিহত হয় বলে জানিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমাদ জিব্রিল জানান, ইসরায়েলি বাহিনীর হাতে গুরুতর আহত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য তাদের সদস্যদের ওপর ‘হামলা’র কথা বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে-  একজন সন্দেহভাজন হুওয়ারা এলাকায় একটি সেনা ঘাঁটি সংলগ্ন ফাঁড়ির দিকে হেঁটে আসে। পরে তাদের বাহিনী "বাতাসে গুলি চালায়"। তারা আরো জানানয়, কালালেহ একজন সৈন্যকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তখন অস্থানে থাকা অন্য একজন সৈনিক গুলি চালায় এবং তাকে আঘাত করে।’ কালালেহ নিরস্ত্র ছিল বলেও উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোকার তুর্ক শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

টিএইচ

Link copied!