Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

ওডেসায় বিদ্যুৎবিহীন ৫ লাখ মানুষ 

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১১:২৭ এএম


ওডেসায় বিদ্যুৎবিহীন ৫ লাখ মানুষ 

ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের বন্দর নগরী ওডেসাতে একটি অত্যধিক চাপে থাকা বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যায়। এতে করে ওই এলাকার প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ওই এলাকাটি কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত।

এদিকে, শনিবার (৪ ফেব্রুয়ারি) ওডেসার তাপমাত্রা নেমে ২ ডিগ্রি সেলসিয়াসে (৩৫.৬ ডিগ্রি ফারেনহাইট) দাঁড়িয়েছে এবং সপ্তাহের পরের দিকে বেশির ভাগ সময় তা আরো নিচে নেমে গিয়ে প্রচণ্ড ঠান্ডা পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করেছেন, সাবস্টেশনটি মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ওয়াশিংটন পোস্টের মতে, আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মারচেনকো বলেছেন, শহরে কখন আবারো বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

রাষ্ট্রীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগোর সিইও, ভলোদিমির কুদ্রিতস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হওয়া সাবস্টেশনটির গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো আর ‘চাপ সহ্য করতে’ না পারায় সেটি ফেটে আগুন ধরে যায়।

ইউক্রেন সরকারের তরফ থেকে বলা হয়েছে, তারা তুরস্কের কাছে ওডেসায় বিদ্যুৎকেন্দ্র বহনকারী জাহাজ পাঠানোর জন্য আবেদন করবে এবং দেশব্যাপী উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক জেনারেটরের মজুদ এক দিনের মধ্যে শহরে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য আমরা যা যা করতে পারি, তাতে কয়েক সপ্তাহ নয়, হয়তো কয়েক দিন লাগতে পারে।’

তবে, কুদ্রিতস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবারো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা করলে, পরিস্থিতি নিশ্চিতভাবে আরো ভয়াবহ হতে পারে।

আরএস

Link copied!