Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভূমিকম্পে মৃত্যু ২৬০০ ছাড়িয়েছে

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:২৯ এএম


ভূমিকম্পে মৃত্যু ২৬০০ ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কে ১ হাজার ৬৫১ জন। আর সিরিয়ায় ৯৬৮ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। পরপরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এ ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস শহর। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। সোমবার সারাদিন উদ্ধার অভিযান চলেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। যতই সময় গড়াচ্ছে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 

এএফপির প্রতিবেদন মতে, সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। এর আগে সর্বশেষ ১৯৩৯ সালে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।
 

Link copied!