ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:৪২ পিএম
তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নাম্বারটি হলো +৯০৮০০২৬১০০২৬।
তুরস্কের স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক ক্ষুদে বার্তায় ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ অনুরোধ জানায়।
বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার (৬ এপ্রিল) ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।
সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় দুই দেশে অন্তত তিন হাজার ৬১৯ জনের প্রাণহানি ঘটেছে।
এবি