Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৯:২২ এএম


পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২১

পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর ডন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে।

গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার এসএসপি শের খান বলেন, ঘিজর থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি কারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, বাসে থাকা ১৬ জন যাত্রী এবং কারে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাভুক্ত এলাকায় ঘটেছে। তবে, দুর্ঘটনাস্থল নিকটবর্তী হওয়ার কারণে গিরগিট-বাল্টিস্তান পুলিশও উদ্ধার প্রচেষ্টায় অংশ নিয়েছে।

এসএসপি শের খান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও কারে কতজন ছিলেন, ওই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালান হচ্ছে।

এআরএস

Link copied!