Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এরদোগানের হুঁশিয়ারির পর সুইডেনে কোরআন পোড়ানোর সমাবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০২:৩৫ পিএম


এরদোগানের হুঁশিয়ারির পর সুইডেনে কোরআন পোড়ানোর সমাবেশে বাধা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের কড়া হুঁশিয়ারির পর কোরআন পোড়ানের সমাবাশে বাধা দিয়েছে সুইডেনের প্রশাসন। সুইডেনকে ন্যাটোতে যুক্ত হতে সমর্থন দেবেন না এরদোগানের এমন ঘোষণার পর আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে সুইডেন।

বাক-স্বাধীনতার কথা বলে জানুয়ারি মাসে একাধিকবার মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয় সুইডেন। তবে দেশটির এমন অবস্থানের কারণে তুরস্কসহ গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে।

সুইডেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরণের সমাবেশের আর কোনো অনুমতি দেয়া হবে না।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের তরফ থেকে এমন সিদ্ধান্তের ঘোষণা বেশ বিরল। দেশটিতে গণতান্ত্রিক অধিকার মেনে কোনো সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না। তবে কিছুদিন আগেই এই ধরনের একটি সমাবেশে কোরআন পোড়ানো হয়। এরপর তুরস্ক জানিয়েছিল, তারা আর ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনকে সমর্থন দিবে না। ন্যাটোর নিয়ম হলো, সব সদস্য দেশের সম্মতি ছাড়া নতুন কোনো দেশ সদস্য হতে পারবে না।

এরপ্রেক্ষিতে সুইডেনের নিরাপত্তা বাহিনী সাপো জানায়, জানুয়ারির সমাবেশের পর আবার এই ধরনের ঘটনা ঘটলে সুইডেনের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তারা এ ধরনের প্রতিবাদের অনুমতি দিচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের নিরাপত্তার উপর হুমকি বেড়েছে। বিদেশেও সুইডেন ও সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। সুইডেনের বিরুদ্ধে আক্রমণ বাড়তে পারে।

জানুয়ারির ওই ঘটনার পরই তুরস্ক জানিয়ে দেয়, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাও তারা বাতিল করে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়ে দেন, এরপর সুইডেনকে সমর্থন করার প্রশ্ন ওঠে না।

কোরআন পোড়ানোর ঘটনা নিষিদ্ধ ঘোষণা না করলে সুইডেনকে সমর্থন করবেন না তিনি। যদিও সুইডিশ সরকার বলে আসছে, তারা শুধু বাক-স্বাধীনতার কথা ভেবেই এ ধরণের সমাবেশের অনুমোদন দিয়েছে, সরকার মোটেও এগুলোকে সমর্থন করে না। তবে শেষ পর্যন্ত অনুমতি বাতিলে বাধ্য হলো দেশটি।

এআরএস

Link copied!