Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৬:৩৪ পিএম


তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গাডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানটেপ প্রদেশ পরিদর্শন শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৪ জনে দাঁড়িয়েছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পে ৬ হাজার ৪শ’ বেশি ভবন ধ্বংস হয়েছে।

এদিকে ভূমিকম্পে সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় এক হাজার ২৬২ জন এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন। নিহত ও আহতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

এআরএস

Link copied!