Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভারতে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০২:০৮ পিএম


ভারতে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ প্রত্যাহার

ভারতজুড়ে চরম আপত্তিতে অবশেষে ‘কাউ হাগ ডে’ অর্থ্যাৎ গরু জড়িয়ে ধরা দিবস প্রত্যাহার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভারতে ‘কাউ হাগ ডে’ পালন করার কথা ছিল।

তবে কি কারণে কাউ হাগ ডে বাতিল করা হয়েছে, তা জানানো হয়নি।

নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। প্রস্তাবটি প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড। অর্থাৎ ভালোবাসা দিবসে সরকারি নির্দেশ মেনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না কাউকে।

প্রসঙ্গত, এর আগে ভারতের পশু কল্যাণ বোর্ড বিজ্ঞপ্তিতে জানায়- ভারতে এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ হিসেবে পালন করা হবে। কারণ, পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে এবং সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে। সূত্র: এনডিটিভি

কেএস 

Link copied!