Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আলাস্কায় যুদ্ধবিমান পাঠিয়ে অজ্ঞাত বস্তু ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:২৮ পিএম


আলাস্কায় যুদ্ধবিমান পাঠিয়ে অজ্ঞাত বস্তু ভূপাতিত
এফ-২২ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আলাস্কা অঙ্গরাজ্যের আকাশ থেকে অজ্ঞাত বস্তুকে ভূপাতিত করেছে মার্কিন বিমান বাহিনী।  উড়ন্ত বস্তুটিকে নামাতে এফ-২২ মডেলের যুদ্ধবিমান ব্যবহার করা হয়। খবর বিবিসি ও রয়টার্স।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান, ছোট গাড়ি আকারের ওই উড়ন্ত বস্তুটি বেসামরিক চলাচলের জন্য ‘হুমকি’ তৈরি করেছিল। তবে উড়ন্ত যানটি কোথা থেকে এল, কারা পাঠিয়েছে বা উদ্দেশ্য কী ছিল তা স্পষ্ট নয়।

গত ৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনার উপকূলে চীনা ‘নজরদারি বেলুন’কে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নামিয়ে আনে মার্কিন বিমান বাহিনী। এর আগে এক সপ্তাহ ধরে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশসীমা ভ্রমণ করে। যুক্তরাষ্ট্র ‘নজরদারি বেলুন’ বললেও চীনা সরকার দাবি করে, এটি বেসামরিক গবেষণায় নিয়োজিত ছিল।

গতকালের উড়ন্ত বস্তুটি চীনা বেলুনের চেয়ে অনেক ছোট। আলাস্কার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে কানাডা সীমান্ত এলাকায় একে সাগরে নামানো হয়।

এআরএস

Link copied!