Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৪:৩৭ পিএম


রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন

ইউক্রেনজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আবারো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এতে দেশটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) এই হামলার তথ্য নিশ্চিত করেছে কিয়েভ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি পশ্চিমা মিত্রদের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরপরই এই হামলার ঘটনা ঘটল।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার ৭১টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো জানান, দেশের ৬টি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা করা হয়েছে। এতে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রুশ বাহিনী শীতের মাঝে বেশ কয়েকবার বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ-পানির অভাব ও ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ে।

সম্প্রতি জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে দেখা করেছেন। তবে যুদ্ধবিমান চেয়েও প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি পাননি।

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, লন্ডন, প্যারিস, ব্রাসেলস সব জায়গাতেই গত কয়েকদিন ধরে আমাদের সৈন্যদের শক্তিশালী করার বিষয়ে কথা বলেছি। সেখানে খুবই গুরুত্বপূর্ণ বোঝাপড়া রয়েছে এবং আমরা ভালো ইঙ্গিত পেয়েছি।

এর আগেই ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ একাধিক দেশে ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেয়।

এআরএস

Link copied!