Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

ভারতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:৫৮ পিএম


ভারতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

ভারতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের সিকিমের ইয়োকসম শহরে আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর রাত ৪টা ১৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়োকসমের ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিম।

এক টুইট বার্তায় এনসিএস জানিয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সময় রাত ৪টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত করে। এটি ভারতের সিকিমের ইয়োকসম শহরের ৭০ কিলোমিটর উত্তর-পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি

এবি

Link copied!