Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বেইজিং পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৮:২৩ পিএম


বেইজিং পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে তার ইরানি সমকক্ষ বেইজিং সফরে গেলেন।

বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী। তাকে আর কয়েক ঘণ্টা পর চীনের কংগ্রেসে প্রেসিডেন্ট শি জিন পিং আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। প্রায় ২০ বছর পর ইরানের কোনো প্রেসিডেন্টের বেইজিং সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট রায়িসি চীন সফরের প্রাক্কালে গতকাল (সোমবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী প্রেসিডেন্টের কর্মসূচির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফরের সাফল্য কামনা করেন।

এরপর প্রেসিডেন্ট রায়িসি বেইজিং-এর উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এক দেশের একক আধিপত্য রুখে দেয়োর ক্ষেত্রে তেহরান ও বেইজিং অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, ইরান ও চীন উভয় দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য হওয়ায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে এই দুই দেশের সহযোগিতা শক্তিশালী হওয়ার উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে। সূত্র: পার্সটুডে
এবি

Link copied!