Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন: জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:০৬ পিএম


যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন: জিনপিং

বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। ২০ বছরেরও বেশি সময় পর কোনো ইরানি প্রেসিডেন্ট চীন সফর করছেন।

শি জিনপিং বলেন, একতরফাবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। তিনি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তি যেসব পদক্ষেপ নিচ্ছে, তার বিরোধিতা করে বেইজিং।

পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ নিয়েও কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বাস্তসম্মত ও সঠিক সমাধানে পৌঁছাতে কাজ করে যাবে চীন।

এর আগে মঙ্গলবার ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। রায়িসি ও জিনপিং‍‍`র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।

যেসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ ও সংকট মোকাবেলা ও ব্যবস্থাপনা, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, স্বাস্থ্য-চিকিৎসা, গণমাধ্যম, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!