Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলায় নিহত ৯

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১০:৫৭ এএম


পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলায় নিহত ৯

পাকিস্তানের করাচি পুলিশ সদর দপ্তরে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন জঙ্গি। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। খবর জিও নিউজের।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশ প্রধানের কার্যালয়ে এ হামলা চালায় বন্দুকধারীরা। এর পর প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি জঙ্গিমুক্ত ঘোষণা পুলিশ ও রেঞ্জারস সদস্যরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া দুইজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।

প্রায় ৪ ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না।

পুলিশ প্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন।

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল।

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!