Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

উদ্ধার অভিযান শেষ করলো তুরস্ক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৯:৩০ পিএম


উদ্ধার অভিযান শেষ করলো তুরস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ২ সপ্তাহ পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দেয়া হয়েছে। তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এএফএডির প্রধান ইউনিস সিজার এক সংবাদ সম্মেলনে বলেন, ইতিহাসের প্রাণঘাতী ভূমিকম্পে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খোঁজা ও উদ্ধারের কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি; আগামীকাল (সোমবার) রাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করতে পারব।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্ব এবং প্রতিবেশী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৪৫ হাজারের বেশি মানুষ মারা যান। আর ১০ লাখের বেশি মানুষ গৃহহারা হয়েছেন। এছাড়া বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।  

সিজার বলেন, সম্ভবত আমরা ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগের মুখে পড়েছি। এই ভূমিকম্প ও পরবর্তী কম্পনে ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় প্রায় ২৬০ লাখ মানুষের জন্য ত্রাণ সহায়তার দরকার হবে।

অনেকে বলছেন, এই ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন। অসংখ্য পরিবার প্রিয়জনদের দেখা পাওয়ার আশায় প্রহর গুনছেন।

এবি

Link copied!