Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

তুরস্কে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০১:৩৯ এএম


তুরস্কে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে এ তথ্য। প্রদেশটির দেফনে শহরে আঘাত হানে এ ভূমিকম্প।

 

এএফপি জানিয়েছে, সোমবার রাতের এ ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এ ভূমিকম্পে আগের ভূমিকম্পে তৈরি হওয়া ধ্বংসস্তূপের ওপর ধুলার আস্তর তৈরি করেছে। এ ছাড়া ভূমিকম্পে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সহযোগিতা চাইতেও দেখা গেছে।

 

এর আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৭ হাজার।

Link copied!