Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আপিলেও হারলেন আইএসবধূ শামীমা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:২৭ পিএম


আপিলেও হারলেন আইএসবধূ শামীমা

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন আইএসবধূ খ্যাত শামীমা বেগম। গত বছরের নভেম্বর মাসে পাঁচ দিন এ বিষয়ে আপিলের ওপর শুনানি হয়। খবর বিবিসি’র।

তবে বুধবার (২২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামীমার দাবি নাকচ করে দিয়ে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। কমিশন জানায়, শামীমার নাগরিকত্ব বাতিল আইনগতভাবে সঠিক ছিল।

বর্তমানে সিরিয়ার উত্তরপূর্বে একটি শরণার্থী শিবিরে আছেন শামীমা। তবে আদালতের এই সিদ্ধান্তের কারণে এখন সিরিয়াতেই থাকতে হবে শামীমাকে এবং তিনি যুক্তরাজ্য ফিরতে পারবেন না।

প্রসঙ্গত, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও দুই স্কুলবন্ধুর সঙ্গে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় ইসলামিক স্টেট দখলকৃত এলাকায় পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভুত শামীমা। তখন তার বয়স  ১৫ বছর ছিল।

এরপর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন শামীমা।

এআরএস

Link copied!