Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ইসরায়েলের অভিযানে ৯ ফিলিস্তিনির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৮:০৪ পিএম


ইসরায়েলের অভিযানে  ৯ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি সেনাদের অভিযানে ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে এই অভিযান চালানো হয়।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় নাবলুস শহরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। অভিযান শুরুর আগে শহরে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা অশঙ্কাজনক।

সম্প্রতি পশ্চিম তীরে সশস্ত্র প্রতিরোধ ভাঙার নাম করে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জেনিন ও নাবলুসে অভিযানে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১২ শিশুসহ ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছর ইসরায়েলের অভিযানে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।

এবি

 

Link copied!