Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পুতিনকে শান্তি প্রতিষ্ঠার আহবান এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:৫৩ পিএম


পুতিনকে শান্তি প্রতিষ্ঠার আহবান এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: আনাদুলু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ফোনালাপে তুর্কি নেতা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন এরদোগান।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবারের ওই বিবৃতিতে বলেছে, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনে আরও প্রাণহানি ও ধ্বংস ঠেকাতে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইস্তান্বুলে সম্পাদিত শস্য চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে তুরস্কের আন্তরিক ইচ্ছা প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আঙ্কারা এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ওই শস্য চুক্তি হয়। ইস্তান্বুলে সম্পাদিত চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার কথা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আগের চুক্তিটি স্থগিত হয়ে যায়।

এ ছাড়া তুরস্কে সম্প্রতি আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে সংহতি প্রকাশের জন্য রুশ নেতাকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।

এর আগে একই দিন রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন তুর্কি নেতা। এ সময় সাম্প্রতিক ভূমিকম্পের পর আঙ্কারার প্রতি সংহতি প্রকাশ করায় জেলেনস্কিকে ধন্যবাদ দেন এরদোগান।

Link copied!