Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:৫৩ পিএম


মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৬০

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার রাত ৯ টার দিকে প্রদেশের সাতনা শহরে এ দুর্ঘটনা হয়। রেওয়া-সাতনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা তিনটি বাসকে পেছন থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে হতাহত হয় বিপুল সংখ্যক মানুষ। স্থানীয় কোল মহাকুম্ভ মেলায় যোগদান শেষে বাড়ি ফিরছিলেন তারা।

মাঝ রাস্তায় তীর্থ যাত্রীদের মাঝে খাবার বিতরণের জন্য দাঁড়ায় বাস তিনটি। একই এলাকায় শুক্রবার জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক টুইটে এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ রূপি অর্থ সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। আহতরা পাবেন দু‍‍`লাখ রূপি।

এআরএস

Link copied!