আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:২২ এএম
আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:২২ এএম
টেসলা ও টুইটারের প্রধান ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকায় উঠে এসেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন মাস্ক। কিন্তু দুই মাস পর ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।
আরএস