Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১, ২০২৩, ০৪:২২ পিএম


নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) প্রার্থী বোলা আহমেদ তিনুবু।

গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তিন দিন ভোট গণনা শেষে বুধবার বোলাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

আফ্রিকান নিউজ টুয়েন্টি ফোরে প্রতিবেদনে বলা হয়েছে, প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) প্রার্থী বোলা আহমেদ নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের দুই-তৃতীয়াংশ এবং ফেডারেল রাজধানী আবুজাতে ২৫ শতাংশ ভোট পান।

দেশটির ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে, বোলা আহমেদ ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকু আবুবকর পেয়েছেন ৬৯ লাখ ৮ হাজার ভোট। আর তৃতীয় সর্বোচ্চ ৬১ লাখ ভোট পেয়েছেন পিটার ওবই।

অন্যদিকে, বুধবার রাজধানী আবুজায় বিরোধী তিন দল এক যৌথ সংবাদ সম্মেলনে এলপি চেয়ারম্যান জুলিয়াস আবুরে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বলেন, এবার নির্বাচন হয়নি, হয়েছে গণতন্ত্রের ধর্ষণ। তবে নির্বাচন কমিশন এ দাবি প্রত্যাখ্যান করেছে।

এআরএস

Link copied!