Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ০২:৪৩ পিএম


প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

চলতি বছরে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭.২ শতাংশ করছে চীন। গত ২০২২ সালে এটি ছিল ৭.১ শতাংশ।

দেশটির নামে মাত্র পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট থেকে এ কথা জানা গেছে।

রিপোর্ট বলা হয়েছে, চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে। তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের। বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরো অনেক বেশি।

এদিকে, চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনও অনেক কম। চলতি বছর সামরিক খাতে ৮০০ বিলিয়ন ডলার ব্যয় করছে যুক্তরাষ্ট্র। সূত্র : সিএনএ

এবি

Link copied!