মার্চ ৬, ২০২৩, ১০:১৬ এএম
ইউক্রেনের ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার থেকে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। খবর ইয়েনি সাফাকের।
ইউক্রেনের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা।
গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় রাশিয়ায়। এর কয়েক দিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা ফের ফিরিয়ে নেয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালান পুতিনের সেনাকর্মীরা।
এবি