Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৭

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১০, ২০২৩, ১০:৫০ এএম


জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৭
জার্মানির হামবুর্গ শহরে গির্জায় বন্দুক হামলা

জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায়  এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।

এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।

তবে কি কারণে এ হামলা তা এ এখনো জানাতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এআরএস

 

Link copied!