আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৩১, ২০২৩, ০৫:৪০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৩১, ২০২৩, ০৫:৪০ পিএম
বিশ্বব্যাংক বলেছে, যুদ্ধের ধকল কাটাতে আগামী ১০ বছরে ইউক্রেনের কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন।
বিশ্বব্যাংকের সঙ্গে ইউক্রেনীয় সরকার, ইউরোপীয় কমিশন এবং জাতিসংঘের যৌথ সমীক্ষায় এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।
এর আগের এক সমীক্ষায় আনুমানিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল ৩৪৯ বিলিয়ন মার্কিন ডলার।
এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এ পর্যন্ত শুধু ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ২০ লাখ বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ভবন স্বাস্থ্য খাতের অবকাঠামো।
এ ছাড়া ৪৬১ শিশুসহ ইউক্রেনের ৯ হাজার ৬৫৫ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।
আরএস