Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২৩, ০৮:৪১ পিএম


ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদান করছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) এই জোটের সদস্যপদ পাচ্ছে দেশটি। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা এই সামরিক জোটে ফিনল্যান্ডের যোগদান ত্বরান্বিত হয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটির ন্যাটোতে যোগদানের মাধ্যমে রাশিয়ার সঙ্গে এই জোটের সীমান্তের দৈর্ঘ্য প্রায় দ্বিগুণ হবে।

এদিকে, ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হিসাবে অন্তর্ভুক্তির পদক্ষেপে নিজ সীমান্ত এলাকায় সামরিক শক্তি জোরদার করা হবে বলে অঙ্গীকার করেছে রাশিয়া।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য পদ দেওয়ার পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন।

এআরএস

Link copied!